Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবার তালিকা

*   এ অফিস হতে নিম্নোক্ত সেবা প্রদান করা হয়ে থাকেঃ

(১) দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য প্রদান বা সমস্যা নিরসন।

(২) জেলা সদর বা উপজেলা পর্যায়ে দলিলের নকল বা তথ্য সংগ্রহে সমস্য নিরসন।

(৩) জেলা সদর বা উপজেলা পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীদের অনিয়ম/ দুর্নীতি সম্পর্কে অভিযোগ তদন্তকরণ।

(৪) জেলাধীন নিকাহ রেজিস্ট্রার (কাজী) গণের অনিয়ম/দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তকরন।

(৫) সাব-রেজিস্ট্রী অফিসের নকল-নবিশ ও দলিল লেখকগণের অনিয়ম/ দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তকরন।

*  উপর্যুক্ত বিষয়ে যে কোন সেবা প্রার্থী সরাসরি জেলা রেজিস্ট্রার এর নিকট আবেদন করতে পারেন। আবেদনের প্রেক্ষিতে উপর্যুক্ত বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিত সেবা প্রদান করা হয়ে থাকে।